বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় দুইজন মহিলার মৃত্যু !

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় পৃথক পৃথক ঘটনায় বিষপানে রোকসানা (৩০) নামের এক গৃহবধুর আত্মহত্যা ও মাজেদা বিবি (৫৮) নামের এক মহিলা পুকুরে পড়ে মারা গেছে।
জানাতে পারা যায়, উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম পোড়াপাড়ার রফিকুল ইসলাম এর স্ত্রী রোকসানা বেগম (৩০) বিকেলে নিজ বাড়ীতে সবার অগোচরে বিষপান করেন। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করান। কিন্তু পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তার আত্মহত্যার কারণ এখনও জানা যায় নি। তবে এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
অপরদিকে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের স্বামী পরিত্যক্তা মাজেদা বিবি (৫৮) বাড়ী সংলগ্ন পুকুরে অসাবধানতা বশত পা পিছলে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির এক পর্যায় পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। তবে তার পরিবার থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সে মৃর্গী রোগে আক্রান্ত ছিলো। এ ব্যাপারেও তার ছেলে বাবু থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।