বিটাক দিচ্ছে বগুড়ায় বিনা খরচে প্রশিক্ষন সহ ভাতা
বিভিন্ন কোর্সে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া।
বিটাক, বগুড়া-এ সেপ্টেম্বর-ডিসেম্বর সেশনে চার মাস মেয়াদী এ তিনটি ট্রেড কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর, ২০১৮।
বিভিন্ন কোর্সে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামে’র অধীন এ প্রশিক্ষণ দেয়া হবে।
কোর্সগুলো হচ্ছে: ১. ওয়েল্ডিং, ২. মেশিনশপ প্রাকটিস, ৩. ইলেক্ট্রিক্যাল মেইনটেনেন্স।
৮ম শ্রেণী বা সমমান পাশ ১৭ বছরের উর্ধ্বে যে কোনো নারী-পুরুষ এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। উপস্থিতির ভিত্তিতে সকল প্রশিক্ষানার্থীকে দিনপ্রতি ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। এছাড়া আবাসিক ভাতা হিসাবে ৩,৫০০ টাকা প্রদান করা হবে।
প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিটাক এর ওয়েবসাইট অথবা ০১৭২৮-৬২১৪৩৮ এই নম্বরে জানা যাবে।