বগুড়ায় আলুর বস্তা বহনকারী পিকআপ থেকে ফেনসিডিল উদ্ধার
গত বৃহস্পতিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ থানার মোকামতলা বন্দর এলাকায় একটি আলু বহনকারী পিকআপ থেকে ফেনসিডিল উদ্ধার করে পুলিশ ।
এ সময় গ্রেফতার করা হয় পিকআপ চালক রানা (৩২) ও হেলপার আব্বাস হোসেন তৌহিদকে (২৮)। এর আগে মোকামতলায় যাত্রীবেশী স্বামী-স্ত্রীকে আটক করে পিকআপ ভ্যানিটির ব্যাগ ও লাগেজ থেকে ১০৫ বোতল এবং জ্বালানি তেলের কনটেইনারে লুকিয়ে পাচার করার সময় ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে মহাসড়কে অবস্থান করেছিল পুলিশ। সকাল ৬টার দিকে পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৫০৮২১) মোকামতলা বন্দর পার হওয়ার সময় আটক করা হয়। পরে আলুর বেশ কয়েকটি বস্তা তল্লাশি করে পাওয়া যায় ৩৭৫ বোতল ফেনসিডিল।
গ্রেফতারকৃতরা জানায়, তারা বাড়তি আয়ের উদ্দেশে আলুর সঙ্গে ফেনসিডিল লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানায় গত চলতি মাসে মোকামতলায় ৭৩০ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা, ৭০০ অ্যাম্পুল প্যাথেডিন এবং ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।