ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীতে শিশু নিখোঁজ
ধুনট থানার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাঙ্গালী নদীতে খেলার ছলে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
নিখোঁজ ছেলেটির বাসা ধুনট থানার কালের পাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে ইদের ছুটিতে নানির বাড়িতে বেড়াতে আসে।
প্রত্যাক্ষসূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে ছেলেটির বাবা মা বাহিরে থাকার সুযোগে ছেলেটি তার সহপাঠিদের সাথে নদীতে গোসল করতে নামে কিছুক্ষন পর তার সহপাঠিরা তাকে আর খুজে না পাওয়ায় চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ছুটে এসে পানিতে নেমে খোজাখুজি করে,তাতে ব্যার্থ হয় তারা।
পরে স্থানিয় লোকজন বিষয় টি বগুড়া ফায়ার সার্ভিস কে অবহিত করে।বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট না থাকায় সেদিন অপরেশন পরিচালনা করা সম্ভব হয় নি।
আজ বুধবার রাজশাহীর ডুবুরি ইউনিট ও বগুড়া ফায়ার সার্ভিসের যৌথ উদ্দ্যগে অভিজান পরিচালনা করে ছেলেটির কোনো সন্ধান না করতে পেরে তারা ব্যর্থ হয়ে ফিরে যান।