বগুড়া সদর উপজেলা
এবার পলিথিন বিক্রির অপরাধে জরিমানা বগুড়ায়
আমাদের প্রাণের বগুড়া শরহরের রাজবাজারে পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানকালে রাজাবাজারের মেসার্স ডুরেন স্টোর প্রোপাইটর মো. মোসাদ্দেক হোসেনকে (৫৫) ৩০ হাজার টাকা, মেসার্স মুকুল স্টোর’র প্রোপাইটর মো. আ. হাকিমকে (২৪) ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অভিযানকালে ৪ এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।