এমপি নির্বাচন করতে যাচ্ছেন বগুড়ার হিরো আলম
হিরো আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনেই বগুড়া-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে যাচ্ছেন
একের পর এক চমকে দেয়া খবর হিরো আলম দিয়েই যাচ্ছেন । হিরো আলমের আসল নাম আশরাফুল হোসেন আলম। বাড়ি বগুড়া জেলার এরুলিয়া বানদিঘী গ্রামে। জানালেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেই বগুড়া-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে যাচ্ছেন তিনি। হিরো আলম বলেন, ‘আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। কোন রাজনৈতিক দলের ছায়াতে না, নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই।
তিনি বলেন, ‘চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না। প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’
বলিউডে ডাক পাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি বলিউডে সুযোগ পেয়েছি। সত্যিই এটা স্বপ্নের মত। মিডিয়া আর জনগণের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণের পথে।’
এক সময় মানুষ আমাকে চিনতো না। সেই সময়ই আমি মেম্বার নির্বাচন করেছি। এখন সারা দেশের মানুষ আমাকে চেনে, আমার কথা জানে, আমাকে ভালোবাসে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আমি নির্বাচন করবো কি না। আমি বলে এসেছি নির্বাচন করলে বড় নির্বাচনই করবো।