তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন বগুড়ার নন্দীগ্রামে
বগুড়া জেলার নন্দীগ্রােম উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ দুপুর ১২টায় পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সাংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মুহা: মশিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল সহ আরও অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফলদ ও বনজ বৃক্ষের অবদান কম-বেশী আমরা সবাই জানি। বৃক্ষ আমাদের জীবন রক্ষায় অক্সিজেন সহ অন্ন, বস্ত্র, বাসস্থান প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছে। তাছাড়া সুস্থ-সবল ও কর্মক্ষম জীবন-যাপনের জন্য পুষ্টি গুন সমৃদ্ধ দেশী ফল বেশী করে খেতে হবে। তাই কৃষক শ্রমিক ছাত্র-ছাত্রী, আবাল-বৃদ্ধ জনতাকে বৃক্ষ রোপনে উৎসাহিত করে যেকোন সুবিধাজনক স্থানে বেশী বেশী করে বৃক্ষ রোপনের ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।