বগুড়ায় যুবককে কিডনাপ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমানের কর্মস্থল থেকে তুলে নিয়ে যাওয়ার পর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিজানুর শাজাহানপুর উপজেলার খরনা উমুরদীঘি গ্রামের জাহিদুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার তার বাবা-মায়েব কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয় বলে বগুড়া পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান।
গতকাল বুধবার দুপুরে শহরের জিরো পয়েন্ট গওহর প্লাজার বগুড়া ইনফো নামে প্রতিষ্ঠান থেকে তাকে তুলে নিয়ে যায়। পড়াশোনার পাশাপাশি ওই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন তিনি।
মিজানুরকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রেজা বিপ্লব বুধবার সদর থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে “একদিন পেরিয়ে গেলেও মিজানুরের কোন সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে মিজানুরের বাবার মোবাইল ফোনে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ জানান আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। এক্ষেত্রে সম্ভাব্য কারণগুলো জানার চেষ্টা চলছে।