বগুড়া সদর উপজেলা
বগুড়ায় যুবতী মেয়েকে ছুরিকাঘাত দিনে দুপুরে

আজ বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় দিনে দুপুরে জিতু নামের এক যুবতীকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা ।
আহত জিতু শহরের পালশা বিদ্যুৎপাড়া এলাকার মোঃ জাহেদুল ইসলামের মেয়ে । সে এলাকার একটি বিউটি পার্লারে বিউটিশিয়ানের কোর্সে ছিল ।
এ সংবাদ পাওয়া পর্যন্ত কি কারনে জিতুকে ছুরিকাঘাত করা হয়েছে এবং কারা এ ঘটনার সাথে জরিত সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
তবে জানা যায় বৃহস্পতিবার বিকাল আনুমানিক সোয়া ৪টারে দিকে শহরের চকসুত্রাপুর এলাকা দিয়ে যাবার সময় কতিপয় যুবক তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে চিকিৎসাধিন রয়েছে।
এ বিষয়ে সন্ধ্যায় বগুড়া সদর ফাঁড়ী পুলিশের ইনচার্জ জানান, তিনি ঘটনাস্থলে খোঁজ খবর করছেন।