সাংবাদিক হত্যায় বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ সরকারী টেলিভিশন আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আজ বগুড়া শেরপুর উপজেলা প্রেসকাবের উদ্যোগে বেলা ১১টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসকাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসকাবের আরও অনেকেই।
উক্ত সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দ টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি সারোয়ার জাহান, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, মাইটিভি’র প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, উপজেলা প্রেসকাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংবাদিক নাহিদ হাসান রবিন সহ প্রমুখ।
আজকের এই প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধ করে “সাংবাদিক সুরক্ষা আইন” করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় কর্মরত সকল সাংবাদিকরা।