বগুড়া সদর উপজেলা

সবার চোখ ফাঁকি দিয়েই পর্দা ও সোফার ব্যাবসার আড়ালে মাদক বিক্রি

কথায় আছে, “চোরের দশদিন, সাধুর একদিন”

বগুড়া সদরের ফুলবাড়ীতে কিছুদিন যাবত পর্দা এবং সোফার ব্যাবসার আড়ালে ফেন্সিডিল এর রমরমা ব্যাবসা করছিল। খোকন মিয়া, পিতা- জসিম, কাটনারপাড়া।

ও বিপ্লব, পিতা- রেজাউল তাদের হয়তবা জানা ছিলনা মাদকের পরিনাম জেলখানা। সেটাই তাদের পরিনতি হল।

গত রাতে টিম ফুলবাড়ী তাদের ৫০ বোতল ফেন্সিডিল, ও ফেন্সিডিল বিক্রির নগদ ২৭,০০০/- টাকা এবং বিক্রির কাজে ব্যাবহৃত তিনটি মোবাইল ফোন সহ গ্রেফতার করে মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে।

আর একটা বিষয় জানা দরকার টিম ফুলবাড়ী কখনও মাদকের সাথে আপোষ করেনা। আপনি যেই হোন বা যাই হোন না কেন মাদক সংশ্লিটতা থাকলে টিম ফুলবাড়ী আপনাকে হাজতবাস করাবেই।

তাই নতুন করে পুলিশ কে নিয়ে ভাবার সময় এসেছে। পুরাতন সব ধ্যান ধারনা ঝেড়ে ফেলে নতুন করে ভাবুন। কারন “সময় গেলে সাধন হবেনা”।
আর সব সময় মাথায় রাখুন “চোরের দশদিন, সাধুর একদিন”।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button