উপজেলাকাহালু উপজেলা

কাহালুতে ইয়াবা সহ একজন গ্রেফতার

বৃহস্পতিবার ২৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।

 

শহিদুল কাহালু উপজেলার ভাটোহালী গ্রামের খয়বর আলীর পুত্র।

 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.