পঞ্চম বছরে পদার্পণ করেছে বগুড়া জিলা স্কুল বিজ্ঞান ক্লাব
২০১৪ সালে প্রতিষ্ঠার পর চারটি বছর পেরিয়ে সফলতার সাথে নতুন বছরে পদার্পণ করলো বগুড়া জিলা স্কুল বিজ্ঞান ক্লাব।
এই অর্জনকে সবার সাথে ভাগ করে নিতে গতকাল আমিনুল হক দুলাল আডিটোরিয়ামে ‘Celebrating The Journey’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলো ক্লাবটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোস্তাক হাবিব এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ক্লাবের অন্যতম পরিচালক রফিকুল আলম।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর শিক্ষকমণ্ডলী এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের বক্তব্যের পর ’চার বছরের পরিক্রমা নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র’ উপস্থাপন করেন ক্লাবটির প্রতিষ্ঠাকালীন দলনেতা এইচ এম সাব্বির।
এছাড়াও ছাত্রদের মাঝে অনুষ্ঠিত হয় একটি রুবিক্স কিউব প্রতিযোগিতা।
সবশেষে বর্ষপূর্তীর কেক কেটার মাধ্যমে শেষ করা হয় এই উৎযাপন।