বগুড়ায় ৫ মিনিটের ব্যবধানে মেয়ে জামাই ও শ্বাশুড়ির মৃত্যু
বগুড়ায় ৫ মিনিটের ব্যবধানে মেয়ে জামাই ও শ্বাশুড়ির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসিআই কোম্পানির রাজশাহী বিভাগের সাবেক প্রধান মাহফুজুর রহমান খান ঝন্টু (৫০) হৃদক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শহরের বাদুরতলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মেয়ে জামাইয়ের মৃত্যু শোকে ৫ মিনিটের মাথায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন শ্বাশুড়ি জাহানারা বেগম (৭০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
শনিবার দুপুরে বগুড়া জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেল বলেন, জাহানারা বেগম আমার ফুফু শ্বাশুড়ি এবং মাহফুজুর রহমান ঝন্টু সম্পর্কে দুলাভাই। শুক্রবার বাদজুম’আ শহরের বাদুরতলা স্কুল মাঠে জামাই ও শ্বাশুড়ির জানাজা শেষে নামাজগড় বড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।