চিকিৎসা সংক্রান্ত

আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে একটি মেধাবী ছাত্রীর জীবন

আমাদের সামন্য সহযোগিতায় বাঁচাতে পারে একটি জীবন, আসুন শান্তার পাশে দাঁড়াই।

মেয়েটি বি.বি.এ শেষ করলো,এম. বি.এ তে ভর্তি হওয়াই হলো না। চাকুরী নামের সোনার হরীণের পিছনে ঠিক ভাবে সময় দিতে পারছে না। হানা দিয়েছে কঠিন এক ব্যাধি পাকস্থলী তে আলসার হয়েছে। যা ক্রময়ান্ময়ে ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে যেয়ে নিতে হচ্ছে চিকিৎসা। দেশে ওর ইনজেকশন আর কিছু ঔষধ পত্র কিনতে পাওয়া যায় না। ইন্ডিয়ার ডাক্তার ১৫ টা ইনজেকশন দিয়েছে যা ওখানে যেয়ে দিয়ে আসতে হয়। জানুয়ারির মধ্য আরো ৭ টা ইনজেকশন দেওয়া লাগবে একটা ইনজেকশন দিতে ২০-২৫ হাজারে মত টাকা লাগছে। যা তার সামান্য স্কুল টিচার বাবার পক্ষে বহন করা খুব দু সাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই ষ্টেজে এসে চিকিৎসা টাকার অভাবে বন্ধ হয়ে গেলে ওর ক্যান্সার হয়ে যাবে। শান্তা কে আর বাঁচানো সম্ভব হবে না।

আমরা বন্ধুরা মিলে কিছু টাকা যোগাড় করার চেষ্টা করছি যা খুবই সামান্য। তাই কোন সু- হৃদয়বান ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে একটি মেধাবী ছাত্রীর জীবন।

যোগাযোগ:-
রূম্পা ( শান্তার বান্ধবী)
বিকাশ নাম্বার :-
01752962969
01719330508
রুপালী ব্যাংক একাউন্টঃ-10317

 

 

এই বিভাগের অন্য খবর

Back to top button