বগুড়ার ধুনট উপজেলার অধিকাংশ সড়কে বেহাল দশা
রাস্তার নিচেই তৈরী করেছে খেলা ঘর। যে কোন সময় যানবাহনসহ রাস্তা ভেঙ্গে বড় ধরনে দুর্ঘটনা ঘটতে পারে।
বগুড়ার ধুনট উপজেলার অধিকাংশ সড়কে বেহাল দশার কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধুনট-সোনাহাটা সড়কে খানা খন্দ ও ভাঙ্গার কারণে যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের বেহাল দশার কারণে রাত্রিকালীন যাত্রী ভাড়া বৃদ্ধির পাশাপাশি যানবাহনের দৈনিক গ্যাস, পেট্রোল খরচ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার কিছু কিছু সড়কের নিচের মাটি সরে গিয়ে শুন্যের উপর ছাদ তৈরী হয়েছে। সোনাহাটা জোড়গাছা সড়কের ধামাচামা বাজারের ৫শ গজ দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের পশে পুকুরের উপর সড়কের মাটি সরে গিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন বিকেলে রাস্তার নিচে খেলা করার করার জন্য একত্রিত হয় স্থানীয় অবুঝ বাচ্চারা।
রাস্তার নিচেই তৈরী করেছে খেলা ঘর। যে কোন সময় যানবাহনসহ রাস্তা ভেঙ্গে বড় ধরনে দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি নিয়ে বাচ্চাদের অভিভাবকসহ স্থানীয়রা অনেক দুঃশ্চিন্তায় আছে। এই সড়কে প্রতিদিন শিক্ষার্থীসহ প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে। সড়কের ঠিক মাঝ খান দিয়ে একজন মানুষ বিনা বাধায় সড়কে নিচে নামতে পারে। সড়কের এমন হীনদশা থেকে এলাকার মানুষ কি পরিত্রান পাবেনা?