নন্দীগ্রাম উপজেলা
বগুড়ার নন্দীগ্রামে রতনদীঘি গ্রামের ৫৭ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের রতনদীঘি গ্রামের ৫৭ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় ওই গ্রামে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন উপস্থিত থেকে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম এলাকার পরিচালক মাহফুজার রহমানের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম এড়িয়া অফিসের এজিএম রেজাউল করিম।