সারিয়াকান্দি উপজেলা
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা দেখার সময় ঘরের চালা ভেঙে সাতজন আহত
আজ সারিয়াকান্দিতে ফুটবল খেলা দেখার সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের আধাপাকা ঘরের চালা ভেঙে পড়ে সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পারভেজ (৩০), মিল্লাত (১৪), বিশাল (১২), সোহাগ (১৭), শহিদ (৩২), হেলাল (২২) ও মেহেদী হাসান (১৪)।
সারিয়াকান্দি থানার ওসি ওবাইদুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পাবলিক মাঠে আবদুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্ট চলছিল। মঙ্গলবার বিকালে কাজলা ও নারচী ইউনিয়ন একাদশের মধ্যে খেলা ছিল। বিপুল সংখ্যক দর্শক মাঠে ছিলেন।
আর মাঠ সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের আধাপাকা ঘরের চালার ওপরে উঠে অনেকে খেলা উপভোগ করছিলেন। বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ করে চালা ভেঙে পড়ে যায়। এতে সাত দর্শক আহত হন।
তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর পারভেজ ও মিল্লাতকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।