আদমদীঘি উপজেলার পটভূমিঃ আদমদীঘি উপজেলা পরিচিতি
বগুড়া জেলা সদর থেকে পশ্চিমে ৩৫ কিলোমিটার দূরে এবং ভৌগলিক ২৪.৪৩ ও ২৪.৫২ অক্ষাংশ এবং ৮৮.৫৮ ও ৮৯.১০ দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে আদমদীঘি উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা, দক্ষিণে নওগাঁ জেলার রানীনগর থানা, পূর্বে বগুড়া জেলার দুপচাঁচিয়া, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা এবং পশ্চিমে নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা দ্বারা পরিবেষ্টিত।
আদমদীঘি ইতিহাস
হযরত বাবা আদম (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত এ আদমদীঘি উপজেলা। ইতিহাস থেকে জানা যায় রাজা বল্লাল সেনের রাজত্বকালে উক্ত সুফি সাধক এর শুভ পদার্পণ ঘটে। তিনি এ অঞ্চলে দীর্ঘকাল অবস্থান করেন এবং ইসলাম প্রচারের সাথে সাথে জনকল্যাণে বৃহদাকার দীঘি খনন করেন। হযরত বাবা আদম (রঃ) এর খননকৃত দীঘির নাম অনুসারে এ অঞ্চল পরবর্তীতে ‘‘আদমদীঘি’’ নামে পরিচিতি লাভ করে। নাটোরের মহারাজার মহিয়সী পত্নী রানী ভবানীর জন্মস্থান এ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে।
এ উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য উদ্বৃত্ত এলাকা। মাদুর শিল্পের জন্য এ উপজেলা প্রসিদ্ধ। এ উপজেলার নশরতপুর ইউনিয়নে শাঁওইল বাজার তাঁত শিল্পের জন্য বিখ্যাত।