কাহালুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন
প্রতিযোগিতাটির উদ্বোধন করলেন বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): আজ বৃহস্পতিবার বিকেলে কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) প্রতিযোগিতার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মমতা আরজু কবিতা, সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কাহালু পৌরসভা বনাম বীরকেদার ইউ পি।