দুপচাঁচিয়া উপজেলা
দুপচাঁচিয়া উপজেলায় এক মহিলার ফাঁস দিয়ে আত্মহত্যা
আজ ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর ইউনিয়নে মহিষমান্ডা গ্রামে গলায় ফাঁস দিয়ে বৃষ্টি খাতুন (মোরসেদা) ২৭ নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
জানা গেছে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মহিষমান্ডা গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী এক সন্তানের জননী। বৃষ্টি খাতুন ওরফে (মোরসেদা) ঘটনার দিন শুক্রবার জুমার নমাজের সময় বাড়ীতে কেও না থাকার সুযোগে সবার আগোচরে নিজ শয়ন কক্ষে ফানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কি কারণে আত্মহত্যা করেছে এর সঠিক কারণ এখনও জানা যায়িনি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা যায়।
বাড়ির লোকজন খবর পেয়ে ঝুলুন্ত আবস্থায় লাশ উদ্বার করে। পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটানা স্থলে গিয়ে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য থানায় লাশ নিয়ে আসে।