আদমদিঘী উপজেলা
সান্তাহার রেলওয়ে জংশন
জংশন স্টেশনের জন্য বিখ্যাত উত্তরের ঐতিহাসিক সান্তাহার জংশন ষ্টেশন। ত্রিমুখী রেলের সংযোগস্থল এবং নওগাঁ ও বগুড়া এই দুই জেলার মোহনায় অবস্থিত এই ষ্টেশনটি নানা দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ।নওগাঁ জেলা শহর থেকে মাত্র ৫কিমিঃ দূরত্বে অবস্থিত বৃটিশ আমলের এই রেলওয়ে জংশনটি শুধু ব্রড গেইজ লাইনে ট্রেন চলাচলের সময় ‘সান্তাহার ষ্টেশন’ নামে পরিচিত ছিল। অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্ব দিকে বগুড়া হয়ে দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাওয়ার আরো একটি রেললাইন (মিটারগেজ) নির্মিত হলে ‘সান্তাহার ষ্টেশন’ তখন সান্তাহার জংশন ষ্টেশনে পরিণত হয়।উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ জংশন ষ্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করে।
- কিভাবে যাবেন
- কোথায় থাকবেন
- অব্যশ্যই দেখবেন