Uncategorized

বগুড়াতে সর্বপ্রথম মোবাইল হাসপাতালের সুবিধা

বগুড়াতে সর্বপ্রথম মোবাইল হাসপাতালের সুবিধা চালু করে টিএমএসএস মেডিকেল কলেজ।  এখানে রয়েছে মিনি অপারেশন থিয়েটার সহ জরুরী চিকিৎসা সেবা দেওয়ার ব্যাবস্থা। বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পে প্রত্তন্ত জনগোষ্ঠীর মাঝে মোবাইল হাসপাতাল দিয়ে সেবা দেওয়া হয়।

বেসরকারী প্রতিষ্ঠান টিএমএসএস এর  মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং কমিউনিটি হাসপাতাল এখন সবার কাছে পরিচিত। ২০০৮ সালে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা গোকুলে স্থাপন করা হয় মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং এক হাজার শয্যার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। পরিচালনার দায়িত্ব দেওয়া হয় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক রো. ডা. মো. মতিউর রহমানকে (এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি)।

এই বিভাগের অন্য খবর

Back to top button