খেলাধুলা

দেশ ত্যাগের মুহূর্তে ছেলের প্রতি বাবার ভালোবাসা; মিশন এশিয়া কাপ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এবার মিশন এশিয়া কাপ ২০১৮

মাথাভর্তি আর সেই আগের মতো চুল নেই কিন্তু হাতের ব্যাটটা আগের থেকে অনেক নিয়ন্ত্রিত এবং অনেক বিশ্বাসী। যেখানে শুরুতে গড় ছিলো ১৬+ এখন সেখানে তার ব্যাটিং গড় ৩২.৮৪ হ্যাঁ এটাই আমাদের রান মেশিন মুশফিকুর রহিম আর এখন আমাদের ব্যাটিংয়ের আস্থার প্রতিক।

এশিয়া কাপের উদ্দেশ্যে যাত্রা পথে মুশফিকুর রহিমের একটি মুহূর্ত

এশিয়া কাপে তার ব্যাট থেকে ভালো কিছু আসবে এই প্রত্যাশা আমাদের মাঝে আছে ।ইনশাআল্লাহ আমাদের বগুড়ার গর্ব মুশফিক  প্রত্যাশা পূরণ করবে সবার।

আগামী ১৫ তারিখে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের ১৪ তম আসর। ইতোমধ্যে ছয় দলই ঘোষণা করেছে দল। উন্মোচন করা হয়েছে ট্রফিও ।বৃহস্পতিবার আরব আমিরাত ক্রিকেট বোর্ড প্রধান শেখ নাহিয়ান বিন মুবারক উন্মোচন করেন এবারের এশিয়া কাপ ট্রফি।

এই বিভাগের অন্য খবর

Back to top button