কাহালু উপজেলা
বগুড়ার কাহালুতে জমির ফসল নষ্ট করতে বাধা দেয়ায় দুই বৃদ্ধা মহিলা আহত
বগুড়া জেলার কাহালু উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে ৬ বিঘা জমির ফসল (ধান) হাল টেনে নষ্ট করেছে প্রতিপক্ষরা। বাধা দিতে গেলে দুই বৃদ্ধা নারীকে বেধরক মারপিট করে রক্তাক্ত করা হয়। আহত দুই নারী হলেন – আনোয়ারা বেগম (৫৮) ও লিলি খাতুন (৬৫)।
জানা যায় কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের বাখরা পানাই এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ারা বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও আহত লিলি খাতুনের অবস্থা আশংকাজনক। রক্তাক্ত অবস্থায় তাকে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের শিকার হয়েছেন নারী সহ আরো অন্তত ৭-৮ জন।
আহত আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষ লাল মোহাম্মদ, মোহন চাঁন, মুমিন, সাধন, বারী সহ ২০-২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র হাতে উপস্থিত হয়ে পাওয়ার ট্রিলার দিয়ে আমাদের ধানী জমির ফসলে নষ্ট করেছে।
আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের বেধরক মারপিট করে। চিৎকার করলে শীলনতাহানির চেষ্টা করে। ধস্তাধস্তি করে সটকে গিয়ে চিৎকার করি। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (ওসি) বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।