বগুড়া সদর উপজেলা
বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় বজ্রপাতে গ্যাস লাইন বিস্ফোরিত
বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ড
বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলা এলাকায় বজ্রপাতে ৫ তলা ভবনের গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১২:৫০ মিনিটের দিকে এলাকার জেলা সিভিল সার্জন অফিসের পশ্চিম পার্শ্বের এ্যাডোনিস বাবুর মালিকানাধিন ৫তলা ফ্লাটে বজ্রপাতের ঘটনায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিস ইউনিট সদস্যরা তাদের অগ্নি নির্বাপক কার্যক্রম ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল বলে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত জানা যায়নি।
ওই এলাকা সহ প্রায় গোটা শহর ৩ঘন্টা যাবত অন্ধকারে নিমজ্জিত।