ধুনট উপজেলা
বগুড়ার ধুনট উপজেলায় কলেজ শিক্ষকের মোটর সাইকেল ছিনতাই
বগুড়ার ধুনটে আব্দুল মালেক (৩২) নামে এক কলেজ শিক্ষকের মোটর সাইকেল ছিন্তায়ের করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। আব্দুল মালেক উপজেলার কুড়িগাতি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আব্দুল মালেক বলেন, সোমবার মথুরাপুর বাজারে কাজ শেষে রাত ৮ টার দিকে বাড়ি ফিরছিলাম পিরহাটি তালতলা মধ্য আসলে আমার গাড়ি গতিরোধ করে মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আব্দুল মালেক নারায়নপুর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের বাংলা বিষয়ের শিক্ষক। ছিন্তায়ের ঘটনায় তাৎক্ষনাত ঘটনাস্থলে পরিদর্শন করেছে ধুনট থানা পুলিশ।
ধুনট থেকে আব্দুল হামিদের তথ্যানুযায়ী