বগুড়ায় টিএমএসএস মেডিকেলের উদ্যােগে বিনা মূল্যে অপারেশন
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজে গরীব, দু:স্থ্য ও অসহায় ঠোঁটকাটা ও তালুকাটাদের বিনামূল্যে অপারেশেন
বগুড়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প। দুই দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকার ৪৮জন রোগীর বিনা পয়সায় চিকিৎসার পাশাপাশি থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আর্থিক সহায়তা করছে আইডিএলসি ফাইন্যান্স নামে একটি প্রতিষ্ঠান।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিক্যাল কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইএলডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর প্রমুখ।