বগুড়ায় ‘ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ১৮’র বাছাই পর্ব
ময়মনসিংহের পর এবার বগুড়ায় হয়ে গেলো দেশব্যাপী চলমান ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮- এর আ লিক বাছাইপর্ব
গতকাল বগুড়ার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বগুড়াসহ পার্শ্ববর্তী জেলার প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত ৪৭ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপের মাধ্যমে ৩ জনকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে দেশের আরো ৭টি শহরে আ লিক বাছাইপর্ব শেষে স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ড্যান কেকের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন প্রতিযোগিতার পরবর্তী ধাপসমূহ সম্পর্কে নির্বাচিত প্রতিযোগীদের অবহিত করেন।
দেশব্যাপী চলমান এই আ লিক বাছাইপর্ব শেষে নির্বাচিত ২৫জনকে নিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সবশেষে তাদের মধ্য থেকে ৩জন বিজয়ী নির্বাচন করা হবে, যাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার। প্রথমস্থান অধিকারী পাবেন একজন সঙ্গীসহ ডেনমার্ক ঘুরে আসার সুযোগ। তিনি আরও জানান, ময়মনসিংহ ও বগুড়ার পর ডেন কেকের পরবর্তী বাছাইপর্ব অনুষ্ঠিত হবে রাজশাহীতে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাদিম সরকার ও তাপসী মরিয়ম।