শিবগঞ্জ উপজেলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহাস্থান এলাকার করতোয়া নদীর ঐতিহাসিক শীলাদেবী ঘাটের কাছের একটি বটগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়
বগুড়ার শিবগঞ্জে বটগাছ থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার মহাস্থান এলাকার করতোয়া নদীর শীলাদেবী ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শীলাদেবীর ঘাটে একটি বটগাছের ডালের সঙ্গে অজ্ঞাত এক বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। তার গায়ে শীতের চাদর জড়ানো এবং এক হাত চাদরের মধ্যে ছিল। এ এছাড়া তিনি ঘাটের সিসি ব্লকের ওপর হাঁটু মোড়ানো অবস্থায় বসা ছিলেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, অজ্ঞাত ছিন্নমুল ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এরপরও তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।