খেলাধুলা

এশিয়া কাপের প্রথম সেঞ্চুরী হাঁকালেন বগুড়ার মুশফিক

আজকের খেলার শুরু থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা খুব শোচনীয়। কিন্তু মুশফিক ও মিথুন এর জুটিতে ধীরে ধীরে এগিয়ে যায় বাংলাদেশ।
 
এর আগে ভারতের বিপক্ষে এশিয়া কাপের দ্বিতীয় সেঞ্চুরিটি করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাবেক এই অধিনায়ক ২০১৪ সালের এশিয়া কাপের আসরে ১১৭ রান করেন। যা এখন পর্যন্ত এশিয়া কাপের কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ।
 
তাছাড়াও আমাদের গর্ব মুশফিক এশিয়া কাপের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক
 
আজ ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ১৪তম এশিয়া কাপের আসর। কয়েক আসর পর আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরেছে এশিয়া কাপ। তাই বিশেষজ্ঞরা বলছেন বিগত অন্য বছরের চেয়ে দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকবে এবারের এশিয়া কাপ।
 
এই আসরে প্রথম সেঞ্চুরীয়ান হিসেবে আমাদের বগুড়ার মুশফিককে বগুড়া লাইভ এর পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।।

এই বিভাগের অন্য খবর

Back to top button