কলকাতার জি বাংলা টিভির “সারেগামাপা” মঞ্চে বগুড়ার মেজবা বাপ্পি
কলকাতার জি বাংলা টিভির সবচেয়ে বড় রিয়েলিটি শো “সারেগামাপা” এর ৯ম সিজনে চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন আমাদের বগুড়ার সন্তান মেজবা বাপ্পি।
৪৮ জন প্রতিযোগীর মধ্যে চলছে সেরা হবার লড়াই। বাপ্পি ছাড়াও রয়েছে বাংলাদেশের আরো ৬ জন তারা হলেন – মুগ্ধ তানজীম শরীফ, রোমানা ইতি, আতিয়া আনিসা, মন্টি সিনহা, অবন্তি সিঁথি ও মাইনুল ইসলাম নোবেল। ১০ সেপ্টেম্বর থেকে জি বাংলায় শুরু হয় রিয়েলিটি শো “সারেগামাপা” এর ৯ম সিজন। যা প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার ঠিক রাত বাংলাদেশ সময় ১০ টায়।
উল্লেখ্য, বগুড়ার অন্যতম সাংস্কৃতিক প্রতিভা মেজবা বাপ্পি ২০১২ সালে রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কন্ঠের ফাইনালে পরিচিত পান। সে সময় থেকেই বিভিন্ন ধরণের গান গেয়ে আলোচনায় আসেন বাপ্পি । পাশাপাশি রেডিও জকি হিসেবেও সুনাম অর্জন করেন।
তারপর থেকেই বিভিন্ন মিক্সড এ্যালবাম , জিঙ্গেল, নাটকের গান এবং দেশে বিভিন্ন গান গেয়ে শ্রোতাদের মন জয় করেন।
সম্প্রতি রিলিজ করেছে তার মৌলিক এ্যালবাম “কথা গুলো গান হোক” এই এ্যালবামের ৭ টি গানের মিউজিক কম্পোজিশনের কাজ করেছেন বর্ণ চক্রবর্তী। এ্যালবাম টি রিলিজ হয় হিউজ টিভি ইউটিউব চ্যানেলে।
মেজবা বাপ্পির জন্য রইলো বগুড়া লাইভ পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ।