প্রয়োজনীয় তথ্য

সোনাতলা ও ভেলুরপাড়া রেলস্টেশনের মাঝে ৩৫-এফ রেলব্রীজ ঝুঁকিপূর্ণ

একটি জরুরী ঘোষণা!
“সোনাতলা” ও “ভেলুরপাড়া’ রেলস্টেশনের মাঝে ৩৫-এফ রেলব্রীজের পিলারের নিচে মাটি সরে যাওয়ায়, আজকের রংপুরগামী ৭৭১ আপ রংপুর এক্সপ্রেস এবং ৭৭২ ডাউন রংপুর এক্সপ্রেস ট্রেনদ্বয় “সান্তাহার-জয়পুরহাট-পার্বতীপুর” হয়ে রংপুর চলাচল করবে।

৭৭১ নং আপ ট্রেনটি সান্তাহার-পার্বতীপুর থেকে রংপুর এসে সোজা কাউনিয়া পর্যন্ত চলে যাবে এবং ইঞ্জিন রিভার্স করে রংপুর চলে এসে ৭৭২ নং ডাউন হিসেবে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য অপেক্ষা করবে। এই সময়ের মধ্যে, কুড়িগ্রাম শাটল ট্রেনটি কাউনিয়া থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রাম চলে যাবে এবং ফেরার সময় সরাসরি রংপুর চলে এসে ৭৭২ রংপুর এক্সপ্রেস কানেক্ট করবে।

ব্রীজটি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত এই পরিবর্তিত রুটেই ৭৭১ ও ৭৭২ নং রংপুর এক্সপ্রেস, ৯৭ ও ৯৮ নং কুড়িগ্রাম শাটল ট্রেন চলাচল করবে।

বিঃদ্রঃ ৭৫১/৭৫২ লালমনি এক্সপ্রেস ট্রেনটিও একই রুটে চলাচল করবে।

তথ্যসুত্র: আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের ফেসবুক পেজ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button