বগুড়া সদর উপজেলা

মুগ্ধতা নিয়ে অাজ একটা শহর ছাড়ছি: মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী

ভালোবাসা রইল শহরটির অসংখ্য তরুনের জন্য যাদের চেতনা, সাহস অার সৃজনশীলতা অামাকে বিমোহিত করেছে জানালেন বিদায়ী জেলা প্রশাসক

দীর্ঘদিন দায়িত্বে ছিলেন বগুড়া জেলা প্রশাসক হয়ে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি ২০১৭ সালের ১৪ জুন বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সব সময় তরুণদের উদ্দেশ্যেে বলেছেন, সমাজে সকল ধরণের সচেতনতার বলয় সৃষ্টিতে সবার পাশাপাশি তরুণ প্রজন্মকে একত্রে কাজ করতে পারে। তরুনরা সমাজ বদলে দিতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে আমাদের তরুণর প্রজন্মরা  বিদায়ী বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী আজ তার ফেসবুকে বগুড়াকে নিয়ে বার্তা লিখেছেন :

“মুগ্ধতা নিয়ে অাজ একটা শহর ছাড়ছি। ভালোবাসা রইল শহরটির অসংখ্য তরুনের জন্য যাদের চেতনা, সাহস অার সৃজনশীলতা অামাকে বিমোহিত করেছে।অার সকল শিশুদের জন্য যাদের স্বর্গীয় সংস্পর্শ অামাকে অপার অানন্দ দিয়েছে। এইসব তরুনরা একটা সুন্দর শহরের স্বপ্ন দেখে।ঝাড়ু হাতে রাস্তায় নামে। জঞ্জাল সাফ করে। এরা একটা মানবিক সমাজের স্বপ্ন দেখে।নিজেরা হাসপাতালে গিয়ে অসহায় রোগীদের স্বেচ্ছায় রক্ত দিয়ে অাসে।মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করবে বলে নিজেরা পথে নামে।উৎসবে,পার্বণে পথশিশুদের হাতে নতুন জামা তুলে দেয়। সমাজের পিছিয়ে থাকা শিশুদের সুন্দর জীবনের স্বপ্নতো তারাই দেখতে পারে।

তাদের সুর অামাকে মুগ্ধ করে।গল্প বলার ঢং চারপাশে মুগ্ধতা ছড়ায়। মুক্তিযুদ্ধের গল্প শোনার বিপুল অাগ্রহ অামাকে অাপ্লুত করে।
এরা অাড়াই হাজার বছর অাগের সভ্যতাকে বুকের ভেতরে লালন করে।তাদের সবাইকে ব্যক্তিগতভাবে অামি চিনিনা।অনেকের নামও জানিনা। সুযোগ হয়নি।তবে তাদের সুরটি বড় চেনা মনে হয়।অামার খুব ইচ্ছে করে তাদের সাথে বারবার দেখা হউক। একদিন তাদের নিয়ে হেঁটে যাই প্রচীননগরীর শেষ প্রচীর অবধি।তাদের প্রত্নতাত্ত্বিক চোখে স্বপ্ন দেখি শহরটির মাঝখান দিয়ে প্রবাহিণী যে প্রাচীনতম জলধারা, একদিন তাতে জোয়ার অাসবেই। অামি হয়তবা এ শহরে থাকবনা। দূর থেকে তোমাদের সুর শুনব।বৃষ্টির ঝংকার শুনব। তোমরা হবে পৃথিবীর শুদ্ধতম মানুষ।
তোমাদের জন্য ভালোবাসা অার শুভকামনা রইল।”

বগুড়া লাইভের পক্ষ থেকে বিদায়ী বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।

এই বিভাগের অন্য খবর

Back to top button