বগুড়া সদর উপজেলা
মশলায় ভেজাল দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বগুড়ায় আবারো মশলায় ভেজাল দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ভেজাল মশলার গুদামে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে ৪র্থ এপিবিএন এর সহযোগিতায় শহরের চেলোপাড়ায় জগদীশ প্রসাদের মশলার গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নএর সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে আদালত অভিযান পরিচালনাকালে ভেজাল পণ্য মজুদ ও বাজারে বিক্রির অপরাধে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান অভিযানে বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহ আলী খান উপস্থিত ছিলেন।