জাতীয়
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা বিপর্যস্ত হতে পারে
সার্ভার সমস্যার কারণে এই সময়ে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে, ব্যাহত হতে পারে ইন্টারনেটভিত্তিক সব রকম লেনদেন। ইন্টারনেট সেবা একেবারে বন্ধও হয়ে যেতে পারে বলে জানিয়েছে রাশিয়া টুডে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা বিপর্যস্ত হতে পারে। রাশিয়া টুডে বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। জানা গেছে কি ডোমেইন’ সার্ভারের রুটিন মেরামতের কারণে বন্ধ থাকবে।
খবরে বলা হয়েছে, সার্ভার সমস্যার কারণে এই সময়ে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে, ব্যাহত হতে পারে ইন্টারনেটভিত্তিক সব রকম লেনদেন। ইন্টারনেট সেবা একেবারে বন্ধও হয়ে যেতে পারে বলে জানিয়েছে রাশিয়া টুডে।
আইসিএএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে যেভাবে সাইবার হানা বাড়ছে, হ্যাকারদের কবল থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতেই এই ‘ক্রিপটোগ্রাফিক কি’ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।