দুর্ঘটনাশেরপুর উপজেলা
বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
আজ ভোর রাত আনুমানিক ৪ টায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর কুড়িগ্রাম গামী এনা পরিবহনের একটি এসি নাইটকোচ কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা মামনী পরিবহনের নাইটোচের সঙ্গে বগুড়া শেরপুরে হাজিপুর নামক স্হানে মুখোমুখি সংঘর্ষে এনা পরিবহনের ড্রাইভার-
নামঃ- মোঃ আকাশ
পিতাঃ- মোঃ টুলু
গ্রামঃ- পরানবাড়িয়া
পোঃ- ডেমাজানি
থানাঃ- শাহজাহান পুর
জেলাঃ- বগুড়া,
ও মামনী পরিবহনের ড্রাইভার (অঙ্গ্যত) ঘটনা স্হলেই মারা যান। উভয় নাইটকোচের যাত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।