বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ২ প্রতিষ্ঠানে অভিযান, ঢাবির প্রশ্নপত্র ফাঁসে জড়িত !

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আজ শনিবার (১৩ই অক্টোবর) বগুড়ার জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকার ২ ভর্তি সহযোগী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ।
 
অভিযানের সময় ওই ২ প্রতিষ্ঠান থেকে ৬টি কম্পিউটার জব্দ করা হয়েছে। মালিকরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ঢাবি ‘ঘ’ ইউনিটের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে বগুড়ার কিছু প্রতিষ্ঠান জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে।
 
ঢাকার সিআইডি প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুসারে আজকে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুরের দুটি ভর্তি সহযোগী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
 
জলেশ্বরীতলায় রানার মালিকানাধীন রাহিমা অ্যাডমিশন থেকে ৪টি ও সূত্রাপুরের পাপ্পুর গুগল অ্যাডমিশন থেকে ২টি কম্পিউটার জব্দ করা হয়েছে। অভিযান টের পেয়ে রানা ও পাপ্পু পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button