বগুড়া সদর উপজেলাবগুড়ায় থাকা

আসন্ন দুর্গাপূজায় বগুড়ায় ৩৮০ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ !

প্রতি বছরের মত এবারেও বগুড়া জেলায় ৬৬৫টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৩৮০টি পূজামণ্ডপকে ‘গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
১৬৯টি ‘অধিক গুরুত্বপূর্ণ’ এবং ২১১টি পূজামণ্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব পূজামণ্ডপ সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার ১২ থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার।
 
এদিকে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়ায় এবার ৬৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। তিনি বলেন, ‘পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা, জনসংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব বলেন, উৎসবে নিরাত্তার বিষয় নিয়ে আমরা পুলিশের সঙ্গে আলাদাভাবে সভা করেছি। জেলা প্রশাসকের সঙ্গেও সভা হয়েছে। প্রশাসন আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। শান্তিপূর্ণভাবে এ উৎসব পালিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button