বগুড়া লাইভ - আপডেট
সালিসের মাধ্যমে স্বামীর ঘরে ফিরে গেল রাখি!
পারিবারিক কলহের অবসান ঘটিয়ে টিএমএসএস এর সালিসের মাধ্যমে সন্তান সহ স্বামীর ঘরে ফিরে গেল রাখি খাতুন।
টিএমএসএস’র কার্যক্রম-২ নিয়ন্ত্রনাধীন মানবাধিকার বিভাগে রাখি খাতুনের দায়েরকৃত অভিযোগটি পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শনিবার সালিস কার্যক্রম অনুষ্ঠিত হয়। সালিসে উপস্থিত সকলে সন্তানের স্বার্থ বিবেচনায় স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পারিক ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে রাখিকে সংসারে ফিরে যাবার পরামর্শ দেন। অতঃপর স্বামী তার ভুল স্বীকার করে স্ত্রী সন্তানকে সংসারে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করলে রাখি ফিরে যেতে রাজি হয়।
রাখি খাতুনের বাবার বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায়। সদরের শাখারিয়ার নামাবালায় স্বামীর বাড়ি। সাড়ে তিন বছরের সংসার জীবনে তাদের দেড় বছর বয়সের একটি কণ্যা সন্তান রয়েছে। শর্তসাপেক্ষে পারস্পারিক বিরোধটি নিষ্পত্তি হয়। উক্ত সালিস কার্যক্রমটি পরিচালনা করেন বগুড়া জর্জকোটের এ, পি, পি এ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরিচালক আব্দুস সালাম, মানবাধিকার কর্মকর্তা সাহানা আফরোজ খানম, এবং টিএমএসএস এ ইণ্টার্ণশীপ করতে আসা নেপাল কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীবৃন্দ।