বগুড়া সদর উপজেলা
অজ্ঞানপার্টির ২ সদস্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)!
বগুড়া শহরের স্টেশন রোডের পিকআপস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৪ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শহরের স্টেশন রোডের পিকআপস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অজ্ঞানপার্টির সদস্য আলী ও হারুনকে আটক করা হয়।
আটকরা হলেন- নন্দীগ্রাম উপজেলার বর্ষণ গ্রামের মৃত রমজান আকন্দের ছেলে আলী হাসান (২৬) ও কাহালু উপজেলার সাবানপুর গ্রামের শরীফ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৫)
আটকরীদের কাছ থেকে ২০ মিলি চেতনানাশক কেমিক্যাল, দু’টি মোবাইল ফোন, তিনটি মোবাইল সিম, একটি স্বর্ণের নাকফুল ও নগদ ১ হাজার ৬৫ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।