ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ ধসে গেছে!
বগুড়া জেলার ধুনট উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধস দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এরই মধ্যে বাঁধের ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মতে, ধস দেখা দিয়েছে ৫২ মিটারে; যা মেরামতের কাজ চলছে।
স্থানীয়রা বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ৩১৫ কোটি টাকা ব্যয়ে পাউবো উপজেলার বানিয়াজান থেকে পুকুরিয়া পর্যন্ত ছয় কিলোমিটারে এ প্রকল্পের কাজ করে। গতকাল ভোর ৪টা থেকে ভাণ্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী-বরইতলী গ্রামে তীর সংরক্ষণ বাঁধে ধস শুরু হয়। এরপর বেলা ২টা পর্যন্ত প্রকল্পের প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এ অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছে বাঁধের আশপাশে বসবাসরত দুই শতাধিক পরিবার।
উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, যমুনার বুকে অসংখ্য চর জেগে উঠছে। এতে নদীর পানি প্রবাহিত হচ্ছে তীরবর্তী এলাকা দিয়ে। যে কারণে পানির আঘাতে তীর সংরক্ষণ প্রকল্প ধসে গেছে। দ্রুত ধসে যাওয়া স্থান মেরামত না করলে তীরবর্তী এলাকায় কয়েকটি গ্রাম ভাঙনের শিকার হবে।
ধুনট পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, প্রকল্পের ধসে যাওয়া অংশ পরিদর্শন করেছি। ধস ঠেকাতে দ্রুত বালিভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, দ্রুত মেরামতকাজ সম্পন্ন করা গেলে ভাঙন রোধ হবে।