বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বেকারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনার

বিএসটিআই সনদপত্র প্রাপ্তি এবং পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস বিষয়ক সেমিনার বগুড়ায় অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) এর আয়োজনে ও বগুড়া ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সহযোগিতায় ৪ দিন ব্যাপী এই সেমিনার চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়।
 
সমাপনীর দিনে এসএমই ফাউন্ডেশন অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলীমুন রাজীব, বিশেষ অতিথি ছিলেন ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী প্রস্তুত কারক সমিতির সাংগঠনিক বিভাগ রাজশাহীর সভাপতি হাসান আলী আলাল, টিএমএসএস পরামর্শক ও সাবেক যুগ্ম সচিব নাজমুল হক, বগুড়া জেলা বেকারী এন্ড কনফেকশনারী মালিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: এমদাদুল হক সহ প্রমুখ ব্যাক্তি বর্গ।

এই বিভাগের অন্য খবর

Back to top button