বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আঞ্চলিক শ্রম দপ্তর ভবনের

শ্রম অধিদপ্তরাধীন ছয়টি অফিস পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রোববার বেলা ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিনে তিনি বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, গণপূর্ত সার্কেল বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন সহ আরও অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে যা যা করা দরকার আমরা তাই-ই করে যাবো। তিনি বগুড়ায় শ্রমিকদের জন্য ৫০ শয্যা হাসপাতাল ও মহিলাদের আবাসনের দ্রুত ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। শেষে ৭ কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।