আদমদিঘী উপজেলা
বগুড়া আদমদীঘিতে ১ জন গ্রেপ্তার চোরাই মোটরসাইকেলসহ
বগুড়ার আদমদীঘিতে আরো একটি পালসার চোরাই মোটরসাইকেলসহ সৌরভ হাসান শুভ নামে এক মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার দুইমোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভ নাটোর জেলার কালাইখালী গ্রামের শাহনেওয়াজ শেখের পুত্র।
মামলার তদন্তকারী অফিসার টি এস আই আব্দুল ওয়াদুদ চোরাই মোটরসাইকেল উদ্ধারের কথা নিশ্চিত করেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের তথ্য মোতাবেক চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সৌরভকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর বেলা ১১ টার সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বামনী গ্রামের জানাযার স্থান থেকে ১০০ সিসি একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় এলাকাবাসী চোরাই মোটরসাইকেলসহ আল আমিন ওরফে মিলন ও আবু সাঈদ আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
উক্ত ঘটনায় মোটরসাইকেলের মালিক আকরামুল হক বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে গতকাল আরো একজন গ্রেপ্তার হলো।