আদমদীঘিতে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা!
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে খেলা করার সময় নিজ শয়ন ঘরে ডেকে নিয়ে মাত্র তিন বছর বয়সের এক শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে পুলিশ ডুইন ইব্রাহীম ওরফে তন্ময় (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
তন্ময় আদমদীঘি উপজেলার বাগবাড়ী দক্ষিনপাড়ার আখতারুল আলমের ছেলে। এ ব্যাপারে ভিকটিমের মা তহমিনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায় ছাতিয়ানগ্রামের বাগবাড়ী দক্ষিনপাড়ায় গত মঙ্গলবার বিকেল ৫টায় শিশুকন্যাটি বাড়ীর উঠানে খেলা করার সময় একই পাড়ার ডুইন ইব্রাহীম ওরফে তন্ময় ওই শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে তাদের বাড়ীর শয়ন ঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষনের চেষ্টা করে।
এক পর্যায়ে শিশুকন্যার মা তার মেয়েকে খোঁজাখুঁজির পর জানতে পারে তন্ময়ের ঘরে তার মেয়ে রয়েছে। এরপর তন্ময়ের ঘরের দরজা লাথি দিয়ে খুলে দেখেন ধর্ষনের চেষ্টা করার দৃশ্য। এসময় শিশুকন্যার মায়ের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুকন্যাকে উদ্ধারসহ ডুইন ইব্রাহীম ওরফে তন্ময়কে আটক করে থানায় সোপর্দ করেন।