খেলাধুলা
এবার মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরলেন এক কিশোর ভক্ত
প্রথমে আৎকে উঠলেও সেই কিশোরকেও জড়িয়ে ধরেন মুশফিক
আহ্ ক্রিকেট সুন্দর! এই নিঃস্বার্থ ভালবাসার কারনেই ক্রিকেট টা সুন্দর। যেখানে কোন চাওয়া- পাওয়া নেই। নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে এক ক্ষুদে বাচ্চা দৌড়ে গিয়ে নিজের প্রিয় খেলোয়ার মুশফিকুর রহিমকে এভাবেই জড়িয়ে ধরেন। পরে মুশফিকও তাকে জড়িয়ে ধরে।
খেলায় তখন ৪৮তম ওভার শেষ হয়েছে। নতুন ওভারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফিল্ডাররা। এমন সময় পূর্ব গ্যালারি থেকে এক কিশোর গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। ফাইন লেগ থেকে দৌড়ে সে সোজা গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে।
প্রথমে আৎকে উঠলেও সেই কিশোরকেও জড়িয়ে ধরেন মুশফিক। নিরাপত্তা কর্মীরা পরে পাঁজকোলা করে মাঠের বাইরে নিয়ে যান ওই কিশোরকে।