বগুড়ায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেলেন বোন
জয় হোক মানবতার পাগল প্রেমিকদের; এগিয়ে যাক মানবতা
মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। বিগত ৪/১১/২০১৮ ইং তারিখের ঠিক বিকাল ৩.৩০ টার সময বগুড়া ফায়ার সার্ভিসের ওপর পাশে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো ইলেকট্রিক মিস্ত্রী সাহেব আলী,রাস্তার পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে যান আল-আলাফাহ হসপিটালে সংবাদ জানান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ,সাহাদতের মাধ্যমে সংবাদ দেন বগুড়া অনলাইন রক্তদান সংগঠন কে।
খবর পাওয়া মাত্র এম্বুলেন্স সহ ছুটে আসেন সংগঠনের সদস্য ছোঁটন,শাহনাজ,হৃদয় রাজীব,আরিফুর, এবং মাহমুদ সহ আরো কিছু সদস্যা। মুমূর্ষু রোগীর অনিচ্ছাকৃত থাকা অবস্থায় তাকে জোর পূর্বক এম্বুলেন্স এ তুলে নিয়ে যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল। ভর্তি করা হয় তাকে। গোসল করিয়ে ডেসিং করানোর পর শুরু হয় প্রাথমিক চিকিৎসা। উল্লেখ্য থাকে যে, অজ্ঞাত নামক ব্যক্তির বাম পায়ের গোড়ালিতে পচন ধরেছিল।
বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের পরিচালক মোঃসোহেল রানার অনুপ্রেরণায় চলতে থাকে প্রচার। জানা যায় অজ্ঞাত ব্যক্তির নাম মোঃ শুভ
বাবার নামঃ মোঃইমেজ, ঠিকানাঃ রাজশাহী চারঘাট বিজিবি ক্যাম্পের পাশে। সামজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হতে থাকে বিষয়টি।অবশেষে সংবাদটি পোঁছে যান শুভোর বোন জামায়ের কাছে যোগাযোগ করেন । ৬/১১/১৮ ইং মঙ্গলবার ভোর ৭টার টিকে ছুটে আসেন শুভোর বোন। মিলিত হন মেডিকেলে।মেডিকেলে উপস্থিত ছিলেন বগুড়া অনলাইনের পরিচালক ববো সোহেল রানা, শাহনাজ, সহ আরো অনেকে।