সারিয়াকান্দি উপজেলা
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজছাত্রকে গলা কেটে হত্যা
বগুড়ার সারিয়াকান্দিতে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলেছে দূর্বৃত্তরা
বগুড়ার সারিয়াকান্দিতে নাইম হোসেন (২০) নামে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলেছে দূর্বৃত্তরা। শুক্রবার সকালে সারিয়াকান্দি বাজারের দক্ষিণপূর্ব পাশে দু’টি বাড়ির মাঝের খোলা স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় এক নেতা এবং দুই সহপাঠীসহ ৫ জনকে আটক করেছে।
নিহত নাইম হোসেন জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া গ্রামের ইনতেজার সোনারের ছেলে। সে বগুড়া শহরে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিল। পুলিশ এই হত্যাকাণ্ডের কোন ক্লু এখনও উদ্ধার করতে পারেনি।