বগুড়া সদর উপজেলা
বগুড়া জিলা স্কুলের মেধাবী ছাত্র সৈকত আর নেই
ক্যান্সারের সাথে আর লড়তে না পেরে আজ সৈকত না ফেরার দেশে

ক্যান্সারের সাথে আর লড়তে না পেরে আজ সৈকত না ফেরার দেশে চলে গেলো । বলছি বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সৈকতের কথা যে বেশ কিছু দিন আগে আমাদের মতো সাধারণ ১০ টা মানুষের মতো ছিলনা? যে আক্রান্ত ছিল (Nasopharyngeal Carcinoma) নামক ক্যান্সারে ।
দীর্ঘ দিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লরে আজ সে না ফেরার দেশে । সৈকতের পরিবার সূত্রে জানা গেছে, আজ (১৭ নভেম্বর ২০১৮) বেলা দেড়টার দিকে সে ইহলোক ত্যাগ করেছে।
Aso এর প্রতিষ্ঠাতা ও বগুড়া লাইভ এর এডিটর এস.এম সাজিদ হাসান শান্ত চিকিৎসা জন্য বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করে এক লক্ষ ষাট হাজার টাকা অনুদান দেন । এছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু তাকে অনেক ভাবে সাহায্য সহযোগিতা করে
তার এই অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত ।
- রাকিবুল ইসলাম